আর কত অপেক্ষার পর অপেক্ষা করতে হবে
এই নির্জন প্রান্তরে  
আর কত রাত্রীর পর রাত্রী কাটাতে হবে
এই নির্ঘুম জাগরণে
আর কতকাল!কাটাতে হবে প্রহর
এই শুন্যতার হাজতে
কতকাল বাইতে হবে
এই তরী
অসীম জলরাশির উত্তাল ঠেউ সমলে!
উত্তর দাও বাসন্তী, উত্তর দাও আমায়


আর কত বসন্ত কাটাতে হবে তুমিহীনতার নিঃষংগে!
আর কতটা বাইতে হবে আমাকে এ পথ
পরম্পরার গোলক ধাধার মাঝে!
আমায় জানিয়ে দাও,না হয় জড়িয়ে নাও
নগরীর কালি ঝুলি মুছে
তুমার অন্তঃপুরের আশ্রয়মমে