ক্ষরাস্রোতা নদীর বুকে বইছে  
সহস্র বছরের পুরোনো হাওয়া
পরন্ত সুর্যের ডাকা অন্ধকারে
ক্ষিপ্র হয়ে বইছে সে হাওয়া
প্রাগৈতিহাসিক ছায়াপথে


বাইছে মাঝি উজান পানে
আজন্ম পাপের হাল ধরে
ভরানদীর উতলা বুকে
বইছে হাওয়া, সব নদীর মহোনাতে


নৈশব্দের সরল সুরে  
বইছে হাওয়া অজানা পথে
সহস্রাব্দের পাকে পাকে জুড়ে আছে সে
অচীনপুরীর অচীন গল্পে

চলছে তরী ময়াল পালে
অবধারিত সসীম জলপথে
বইছে হাওয়া সহস্র শতাব্দী ধরে
ঐ আকাশে মেঘ ভাসিয়ে
বজ্রানলের মুখোমুখি দাঁড়িয়ে


তাই গাইছে মাঝি বুক চিতিয়ে
বইছে সে  প্রাগৈতিহাসিক যুগান্তরের
ঘুর্নায়মান বৃত্ত ঘুরে
আর চলছে হাওয়া পালে পালে
শতাব্দীর পর শতাব্দী ধরে