তোর আগমনের আবহো আমায় কাপিয়ে তোলে
তৃষ্ণার্ত প্রাণ শিউরে উঠে
মৃত ক্ষুদার মাঝেই ফুটে মুক্তঝরা হাসি
প্রকম্পিত করে সুরেলা বাশি
যেই ম্লান কম্পনে  চির ধরেছে আমার অন্তর্পুর
আর নুয়ে পড়েছে মন
তোর বাকা চাহনিতে
শুধু শিশির ঝরবে বলে
শুষ্ক ঘাসের ডগায় তৃনের আশা জেগেছে
হৃদয় ছুটে চলছে  অবাধ্য ব্যাকুলতায়
তোর আগমনের মাতাল হাওয়ায়


সম্মুখ দৃষ্টির সেই অপেক্ষা
আমায় কাপিয়ে তুলেছে
আমায় নারিয়ে দিয়েছে
অপ্রত্যাশিত প্রত্যাশার এই ঘুর্নীতে ভাংগবে
না হয় গড়বে বলে
আমাদের সাধের দূর বেশ


তাই অনাকাংখিত ভাবনার ঘোরে
ছুটছি কিংবা ছুটে চলেছি
দুরুত্ব ভুলে রাখতে মোহাচ্ছন্ন রেশ
আমার আংগিনাতে


এখনো বসে আছি এই ধুলিমাখা রাস্তায়
হেটে চলেছি সীমান্ত ধরে
সন্তুষ্ট  চিত্ত মাঝে লিখবো বলে
বিষাদীর সর্বশেষ
তাই ঐ মোহের মায়ায় ডেকে চলছে,  দু চোখ
লুকোচুরি খেলে
টুকি মেরে সম্মুখীন হচ্ছে
তাই তোর প্রকম্পন আমায় হারিয়ে দিচ্ছে
জড়িয়ে নিচ্ছে, আগলে নিচ্ছে
বন্দিত্ব নামক ভালোবাসার বৃত্তে