আমাকে সেই  স্লোগান শুনাও
যে স্লোগান কথা বলে মানুষের
যেথা শুধু শব্দমিল নয়
থাকে  জগরনী শক্তি স্বরে স্বরে


যার প্রতিটি ধ্বনিতে থাকে
ব্যাথার নোনা বিষাদ
সে স্পন্দন দাও নির্বাক চারপাশে
একি সাথে, একি সুরে
ভাবনার চোরা পথে


যে পথে বিপ্লব দানা বাধে
যে পথে প্রেম জাগে
যে পথ জবাব দেয় অন্যায়ের মস্তকে
আক্ষেপের ছোবলে
সে বিষাক্ততা দাও
মিছিলের সুরে সুরে


তেমনি ভাবে জাগাও, ঘুম ভাংগাও
গ্রাম থেকে শহরে
ঘড় থেকে ঘড়ে
পাড়া থেকে পাড়ায়
মিছিলে মিছিলে
জানাও সে কথা নির্বাক প্রান্তরে


যে  স্লোগান ভোট বা ক্ষমতার নয়
স্বার্থের কিংবা দন্দের নয়
কথা কবে মানবের
যে স্লোগান শোষকের সাথে নয়
চলবে শোষিতার হাতে হাত রেখে


রক্তপিপাসুর পেছন থেকে সরে
যে স্লোগান শোষিতকে দাড় করাবে সামনের কাতারে
ধর্ম, পেশা ও জাত-পাত ভুলে
সেই স্লোগান দাও
সেই ছন্দ, তাল, সুর শুনাও, সর্বস্তরে


জাগাও সেই স্পন্দন  নিথর সত্তা জুড়ে
ভাসাও,সেই শব্দশ্রোত এই উন্মত্ত ধারার বুকে
সত্যের চিরচেনা পথে