শ্বাশত নাকি বৃষ্টির লগে ছলনা কইরা
শীতের নিচে পইরা কুকাইতাছে
অথছো  শ্বাশতের জন্য হুর হুরি কইরা
কত ফুল পলান টোক খেললো
তবু শ্বাশতের ছুয়া পাইলো না
মগজরে  আন্দোলনে রচিত
"শ্বাশতই চাই" স্লোগান আর থামলো না


এদিকে কত ভ্রমর শ্বাশতের  খুজে উড়তে
উড়তে ফুলের বাগান পেরিয়ে
মরুভুমির ক্যাকটাসে আংগুল ফুটাইয়া বইসা রইছে শ্বাশতের নিপুন ছলনায়
তুবু নাকি এই অলি আর ফুলের
টুকাটুকির শেষে ভ্রমরের মহো কাটলো না

তাই বসন্তের ভিড়ে চাপা খাইয়া
শ্বাশত অধমরা হইয়া
ছায়া নাট্য  প্রদর্শনী ম্যাচ দেখাইয়া
ফুলের বুকে  ভ্রমর আর ভ্রমরের চোখে ফুলের প্রনয় আক্ষেপ ছড়াইয়া শেষমেশ
উভয়রে মৃতপ্রায় নদীর পাড়ে শুন্যতার পাথর বিক্রির ব্যাবসা করাইতাছে


এর পরেও নাকি ভ্রমরার গুঞ্জরে
ফুলের বুকে জোয়ার আসিয়া
ভাটির পথে তাহাদের দেহাবশেষ দিয়ে  শ্বাশতের ইঞ্জিন চলবে,সহিংস শিহরনের অন্তরালে
তবু  নাকি ঝরা ফুলের লগে সহিংস অথবা অহিংস  ভ্রমরে
আহত ভ্রমররের লগে সতেজ অথবা নিস্তেজ ফুলের নিভৃত আলিংগন হইবে
প্রহসনের  বন্দীশালাতে!
যেখানে হাসফাসে প্রাণ অপেক্ষার হেমলক হাতে আমন্ত্রণ জানাবে মৃত্যুকে


নিঃশেষের চোরাবালিতে