এই প্রভাত থেকে দুপুর গড়িয়ে গোধূলির বুক চিরে বেরিয়ে যাওয়া মধ্যরাত
প্রজন্মের কথা বলে
শরীরের রক্তস্রোতে বয়ে চলে প্রজন্মের কথা  
মুখাশ্রিত শব্দরাশি প্রজন্মের অস্তিত্ব বহন করে
এই বর্তমান, ভবিষ্যত কিংবা অতীতের কোন কথাই আমার নয়
এমনকি এই  লিখিত কথাগুলোও না


তাই নিজেস্বতায় কোন কথা নয়
আছে ক্রমাগত পরিবর্তিত হয়ে বিদ্যমান কিছু সময়