আজ তোমার জন্মদিন তাই
মুখরিত হয়েছে চারপাশ পুষ্প সৌরভে
পাখির কলকাকলিতে সুর উঠেছে
সকালারে শুভ্রতায় রোদ ফুটেছে
আজ তুমার জন্মদিন বলে
অনাবিল হাসির ছটায় পৃথিবী হেসেছে
রৌদ্রজ্বলা দুপুরের তপ্ততায়  
ঝিরিঝিরি হাওয়া বয়ে গেছে
রঙ মেখে বিকেলের  রংধনু এসেছে
আর পৃথিবী সেজেছে অপরুপ সাজে


শুধু তুমি জন্মেছো বলে

বিষন্ন নগরী জুড়ে
আলোক বর্ষন চলছে
রাত্রীর অন্ধকার ভেত করে জেগে উঠেছে
আমাদের ব্যাস্ততার শহর
উচ্ছল আগামীর গানে গানে


শুধু তুমি জন্মেছো বলে

জাদুকরী কাঠির ছুয়াতে
বিস্তির্ন আকাশ জুড়ে
তারার মেলা বসেছে
নিস্তব্ধ পৃথিবীর বুকে
উকি মেরেছে চাঁদ
হাসিমুখে


স্বগতোক্তিক কাব্য রচিত হয়েছে
তুমার আমার ধ্বনিত্বে
পৃথিবী ভরে গেছে উচ্ছাসে
তুমিময়তার স্নিগ্ধতায় মজে গেছে
তুমার আমার আপন ভুবন
আপন শহর
কোন এক অজান সুরে


শুধু আজকের এই দিনে তুমি জন্মেছো বলে