মনের বাড়ি ভেংগে পড়েছে
ধসে গেছে,  ভেসে গেছে
বান ভাসা জলে
ডুবে গেছে সব নিম্নাঞ্চল
বর্ষার প্লাবনে


বিলের পর বিল জুড়ে
ছড়িয়ে  আছে খড়কুটা
বৈরী ঢেউয়ের তালে
মনের বাড়ি ভেংগে গেছে  
ধসে গেছে, ভেসে গেছে
বর্ষার জলে


উন্নার কোন এক মাসের অপেক্ষায় এখন  পরে আছে শুধু ভাংগা ঘড়
খড়কুটো সমেত বিনির্বান হবে বলে
কোন এক রৌদ্রঝলমল দিনে