আলো আসবেই
দেয়ালের ছিদ্র বেয়ে
অথবা জানালার সচ্ছতা বেয়ে
আসবেই সে
সকল প্রতিকুলতা পেরিয়ে


নিঝুম আধারের শেষ প্রান্তে হলেও
আসবেই সে সীমান্ত অঞ্চলে
এই মেঘের দলগুলো কেটে পরলেই
পরবে সে, স্যাতস্যাতে মাটির বুকে


এখানে আলো আসবেই
ঝিঝি পোকার ক্রন্দন শেষে
এই আধার ঘেরা অরন্যকে
বৃক্ষের পত্র-পল্লব বেয়ে
আসবেই সে, রাত্রীর কাল হয়ে


আলো আসবেই
অন্ধকারে গিলে খাওয়া শহরে
সোডিয়াম বাতির এই পিচঢালা পথে
কিংবা আসতেও পারে সে
কৃত্রিম কোন আলোর ঘড়ে
শীতের বুকে উষ্ণতা নিয়ে


আসবেই আলো নতুন প্রভাতে
তুমার-আমার উঠোন জুড়ে
এই আধারীর সীমান্ত পেরিয়ে
আসবেই সে, অন্ধকারের বুক চিরে
আলোর শুভ্রতা নিয়ে