এই আধারীর শেষ যেখানে
সেইখানে আমার বাড়ি
এই আধারের সাথে আলোর যে সীমান্ত
সেইখানে আমার ঘড়
সেই খানটাতে সুর্যের ঘুম ভাংগে
ভোরের পাখির ডাকে
অন্ধকারের শেষে
সেইখানেই আমার সজীবতা
কোমলাতা, স্পর্শকামীতা
আমার ক্লান্তির শীতলতা
কিংবা নিশ্চিত মাতৃছায়া
অপেক্ষায় আছে আমার জন্যে


এই আধারের ক্রন্দন শেষই
শুরু  হবে সেই আলোর মিছিল
আসবে সেই ঝলমলে দিন
সৃতির আকাশে ভাসবে সকলচেনা মুখ, চেনা গল্প,চেনা পথ
চেনা ছবির পাতায়
ফুটবে সব সুখঃদুখ
পুরোনো সেই চেনা দেয়ালিকায়


এই আধার শেষেই
সেই সময় আসবে
অন্ধকারের শেষে সীমান্তে
যেখানে আলোর উর্বর ভুমিতে
সোনালী ফসলের চাষ হয়