একলা মনে হয় নাকী?
শুন্যতা, তোমার ঘর দোয়ার খালি।
জনহীন নিশূন্য এই রস্তায়
হাঁটো তুমি একা খালি পায়।
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে যখন
একলা ভিজে তোমার শুন্য মন ।
নিঃশব্দ হয় নিঝুম রাত গুলি
তোমার কথা তাকে যখন বলি।
তোমার ওই বিরাট অট্টয়ালিকায়
বিদ্যুৎ বাতির শুধুই শোভা পায়।
জোনাকী গুলো জ্বলেনা অনেক দিন
তাদের কাছে -ও তোমার অনেক ঋণ।
মনে হয় না একলা হয়েছে একাল
দেখনি তুমি ধোঁয়াসা ভরেছে সকাল।
দেখতে পাওনি সূর্যি মামার উদয়
শুন্যতা- ভেঁগেছে তোমার হৃদয়।
শুননা এখন রবি ঠাকুরের গান
না ফুল ফুটা শুন্য তোমার বাগান।
তোমার প্রদীপ আলোয় নেই সেই প্রখর দীপ্ততা
একা লাগেনা তোমার লাগেনা শূন্যতা।