শেষ হবে না আর এ রাত
বছর বারো দিলে তুমি মোর সাথ
এই ভূবন হয়েছিল তোমার নামে
বৃহ্মসৃজন নদী নালা এখনো সবাই জানে
সে দিন ছিল সুদিন বড় মধুময়
দু মনে ছিল নাকো কনো ভয়
জানি আর তুমি মোর সাথ
শেষ হবে না আর এ রাত


এ রাত হবে না আর শেষ
শুন্য হীন একলা আমার দেশ
চলতে শিখেছি নিজেকে পেয়েছি দেখতে
চাই না আর পথ তোমার সাথে চলতে
নেই প্রোয়োজন তোমার সমাজের আলো
তুমি তোমায় নিয়ে আনেক থাক ভালো
চাওয়া পাওয়ার থেমে গেছে আজ এ রেষ
এ রাত হবে না আর শেষ


এ রাত শেষ হবে না আর
পড়ে নাকো মনে কনো কথা তোমার
তোমার সপ্নে ঘেরা লালপাহাড়ির দেশ
লাল নীল সপ্ন রাও হয়েছে শেষ
যেতে পারোনা যে দিকে মন চায় তোমার
এ রাত শেষ হবে না আর