ক দিন পাগল হয়েছে এ মন
ক- দিন অ গোছানো হয়েছে এ জীবন ।
পাখীদের গান বাতাসের শব্দ লাগেনা আর ভালো
মেঘ হীণ  আকাশ চন্দ্রিমা এ রাত তাও লাগে কালো।
রাত দিন তোমার কথা মন শুধু আঁকে
এত গান এত আওয়াজ তাও তোমার গলা  চারিদিকে।
হেরেছি আমি হারোনি তুমি হয়েছে তোমার জয়
ঝিঁঝিঁপোকার শব্দ নদী কূলূধ্বনি তম কথা শুধু কয়।
বৃষ্টির ফোঁটা অঝোর ধারা সেঁতে মাটির গন্ধ
এরা জানে কী না তোমাতে হয়েছি মুগ্ধ।
চন্দ্রিমাকাশ মধ্য নীশিত পুরো গ্রামে ডুবেছে নিদ্রা
ড্রইং-এর বোর্ডে তোমার ছবি আঁকা আর অবহেলে রাত জাগা।
শুধু উসখুষ শেষ রাত্রী আমি নিদ্রা শয্যায়
হয় তো ভূলেছি আমি এই রাত শেষ হয়ে যায়।
কেমন কাটে এই রাত গুলো আমি জানিনা , তোমার
তুমি জিতেছ , তোমার সাফল্যহয়েছে আমার হার।
তুমি ঘুমালে রত হয় একা ঝিঁঝিঁরাও হয় চুপ
তুমি ঘুমালে চন্দ্রিমা এ রাত সে ও হারায় তাহার রূপ।
তুমি জাগলে রাতে ফুল ফোটে পাখিরও গান গায়
তুমি জাগলে রাত দুপুরে সপ্নওয়ালা ডাক ছেড়ে চলে যায়।