এক আলোক বর্ষ দূর তুমি এগিয়ে
ভরেছে জীবন তোমার নাম জস আর খ্যাতিতে।
সাধ্য নেই আমার ছুঁতে তোমাকে
খালি চখে আর জায়না দেখা।
যায় না শোনা সেই গান আর বিকালে
চিনতে পারবে হয়তো ,কিমবা পারবে না
সে দিন আসুক কোনো দিন আমি চাই না।
এখনো চাই সে দিন ফিরে পেতে
যদিও সাধ্য নেই তোমাকে ছুঁতে।
নীল আকাশের রং আজ ফ্যাকাশে
রক্ত নিস্বাশে আজো তুমি মিশে।
তোমার ঔ আকাশ ছোঁয়া বাড়ি
তোমার ধোঁয়াহীন রঙিন গাড়ি,
খাচায় ভরা সখের নানান পাখি
আমি রোজ সপ্নতে শুধু দেখি।
জানি আসবে না ফিরে সেদিন
হবেনা সপ্ন আর রঙিন।
পৃথিবী টা আজ বড় একা
আর আমার নীরবতা।
বন্ধু তুমি অনেকটা আছো এগিয়ে
আমি পারবো না তোমায় ছুঁতে।