তোমার সাথে কত খানি পথ হাঁটা
কতটাই বিশ্ব তোমার সাথে দেখা।
পাইনা খুঁজে তার কোনোই হিসাব
জানিনা হিসাবে কী এসে যায় তাতেও বা কী কাজ।
শুধু জানাশোনা রোজ যাই আসি
পারিনি বলতে আমি, তোমায় ভালোবাসি।
চলেছি একা পথে চাঁদ টা দেয় সঙ্গ
সপ্নের চাঁই বুকে ঘেরা হবে নাতো ভঙ্গ।
সকাল বেলায় ফুল হাতে আমি তোমার গেটের বাইরে
আমার ঘরের সপ্ন গুলো বলে আজ হবে দেখা ফের পরে।
তুমি তোমাতে ব্যাস্ত ছিলে সময় ছিলনা তোমার
ফুল খানি তাই রেখে আমি ফিরি আমি প্রতিবার।
তোমার অনেক বড় সপ্ন হয়তো আমি নেই তাতে
ইচ্ছেরা বসন্ত খুঁজে আর চায় তোমাকে সাথে।
হয়নি এখনো বলা যে কথা সবচেয়ে যেটা দামি
ভালোবাসি আজো তোমাকে দূরে থাকা এই আমি।
******************