বিশ্ব তোমাকে চায় তুমি বদ্ধ দেওয়াল মাঝে
তোমার ঘরের বাইরে লোক দাঁড়ায় সকাল সাঁজে।
দক্ষিনা হাওয়ার স্রোত তোমার ঘরের উপর চলে
আসায় ওরা থাকে শুধু তোমায় ছুবে বলে।
বৃষ্টি ফোঁটা গুলো রোজ আসে তোমার হাঁটা পথে
ইচ্ছে ওদের ও আনেক ভিজবে তোমার সাথে।
তোমার নাম টা নিয়ে রাত গুলো সব কাটে
তোমার অপেক্ষাতে সূর্যী আলো ফোটে।
ধানের ক্ষেতে বাতাস তোমার নাম টা লিখে
ওরাও অনেক আশায় কখন তোমায় দেখে।
হয়তো তুমিও চাও মিলতে সবার সাথে
ওই বদ্ধ ঘরটাই কাঁটা তোমার চলার পথে।
এই রঙ্গমঞ্চে অনেক টা বড় এ জীবন
তোমার সপ্ন ও তোমাকে চায় , পেতে এ ভূবন।
জানোনা হয়তো তুমি কতটা দামি নিজে
নষ্ট করোনা সময় লাগো তোমার কাজে।
বিশ্ব তোমাকে চায় জানোনা তুমি কোথায়
সময় নেই দাঁড়িয়ে সে তো চলে যায়।