ছিন্ন হয়েছ তুমি হয়েছে জীবন মরূ
তোমাকে ছেড়ে করেছি শূন্য পথের শুরু।
বিকলিত চিত্ত আমার উদাস দিনসারা
তোমায় মনে পড়ে তোমার স্বপ্ন ভরা।
আমার গল্পে তুমি শুধুই ভর করো
গল্প খানি গড়তে তুমিই শুধু পারো।
শূন্য আমার এ দুহাত শুধু তোমার ছোঁয়া চায়
সকাল হতে সন্ধ্যে বেকার দিন গুলো চলে যায়।
কেমন আছো তুমি ? প্রশ্নরা শুধুই আসে
ভর দুপুর আর সকাল সাঁজে তুমিই  বসে।
নয়কো তুমি দূরে আর তোমার কল্পনা
হয়তো হয়েছ অনেক দূর নেইকো জানাশোনা।
কোঁয়াসে সকাল বেলা, আর লাল গোলাপের তড়ি
বাগান থেকে সোজা হেঁটেছি তোমার বাড়ি।
কোঁয়াসা কোঁয়াসা সকাল অস্পষ্ট তোমার মুখ
গোলাপ খানি নিলে ভরে আমার বুক।
শেষ হয়েছে দিন কোঁয়াসা ও আর নেই
ফোটে না আর গোলাপ তুমি চলে গেছ যেই।