বিশ্বাসে তোমার মিথ্যে আগুন মিথ্যে অসীমতা
মুক্ত নেইকো নিজর বাসায় মিথ্যা স্বাধীনতা।
জানিনা কেন একা কাঁদো অজানা অন্ধকারে
ভালোবাসা তোমার বন্দি ছিল হারিয়েছ তুমি যারে।
কোনো এক অনন্ত আকাশে তুমি চেয়ে দেখ
হাজার তারার ভিড়ে জীবনের গান তুমি শেখ।
কোনো এক  অশান্ত বাতাসে মেলে তোমার ডানা
অপূর্ন সপ্নতে তোমার হারিয়ে যেতে মানা।
ছোটো এক মায়াবি শহরে তোমার স্বপ্ন গুলো
হারানো সব স্মৃতিরা তোমায় দেখায় আলো।
অনেক অচেনা রাত্রী একা হেঁটছ কেউ নেইকো পথে
হারানো দিন গুলো ফিরে পেতে চাও আমি ছিলাম সাথে।
তোমার জন্য পৃথিবীটা আজকে নিয়েছে বিদায়
তুমি নিঃস্ব হয়েছ যেন শূন্য চোখে দুঃখ দ্বিধায়।
কত স্মৃতি আজ অন্ধকারময় ক্লান্ত তোমার সময়
তোমার চোখে দুরের আকাশ একলা মনে হয়।
তোমার জন্য বৃষ্টি ঝরে হয়ে আলোক ধারা
কান্নাচেপে দেখ তুমি খুজে তোমায় কারা
তোমার চোখে ঝরে তখন স্মৃতির ঘোলা জল
নির্জনতায় শোনো তুমি অবাধ কলাহল।