লাল জল কাঁচের পাত্রেতে
মাতিয়ে দিল ঝকমকি আলোর রোশনাইতে
নৃত্তে মেতেছিল খোলামেলা পরীরা
ক্ষণিকের আনন্দের সঙ্গী যারা।
স্নায়ুগুলোকে উত্তেজিত করল ঐ ডিসকো গানের ঝঙ্কারটা
প্রকট হয়ে উঠল হারিয়ে যাবার বাসনাটা।
সামনের দেওয়ালে একটা অর্ধনগ্ন ছবি
                অবশ্য সই দিয়েছে চিত্রকর
অশ্লীলতা তাতে আর নাই
                 শিল্প নৈপুন্যর কারিগর।
ঘুমের নেশা কাটিয়ে রাস্তাএ বেরিয়ে পরতেই হয়
শুনি একটা স্লোগান
               “ শিক্ষা ক্ষেত্রে রাজনীতি কেন হয়? “
নেশার ঘুমটা কেটে গেল
মনটা পালটে গেল।


আর কোন দিন হারাব না।