সেই সকাল বেলায়
ফুটন্ত নিস্পাপ এক প্রমিলাকে দেখে
      চোখে চোখ রেখে
মনের স্নায়ুতে উঠেছিল শিহরন
তখন সবে যৌবনে করেছি পদার্পণ।


সে এক মোহ
মনকে করেছিল চুরি
অকুল পাতারে হাবুডুবু খেয়ে
বিরহ ব্যাথার সুড়সুড়ি।


কোন কাজেই তখন ছিল না মন
ভাবতাম এ এক ঈশ্বরের দান।
হয় নি সে প্রেমচিন্তা নিম্নগতি
আজও সেই স্রোত কোন শুদ্ধতার পরিণতি।


ব্যর্থ হয়েছিল সে প্রেম খানি
তবে রেখে গেছে তার রেশখানি।


এখন জীবনের বিকেল বেলা
সূর্য প্রায় ডুবে যাবার পালা
ফিরে তাকালে অন্তর মুখটাকে আড়াল করায়।
পার্থিব মাঝে প্রেম যেন জীবনেই হারায়।