যুগ যুগান্তের সময় বেয়ে
আজ ও উঠছে সূর্য চন্দ্র তারা
পূর্ণিমার চাঁদটা আজ,
বড্ড জোছনায় ভরা।


হঠাৎ আজ চোখটা গেল রাতের আকাশে
গোলাকার চাঁদটা আজ মায়াবি এক আবেশে।
কত উজ্জ্বল তার মহাজাগতিক মহিমা
তাতেই মুছে যায় তার কলঙ্কের কালিমা।


সেই চিত্রকর ই দিয়েছে তাকে রুপ
দিয়েছে তাকে কাজ
রাত্রির পৃথিবীটা তাই আলোয় ভরা আজ।


ভাবতে ভাবতে দেখি
চাঁদটা মেঘের কোলে হারিয়ে গেছে
তখনই কে যেন ডাকল আমায় পিছে।