তুমি ভোর হলে পুব আকাশে দেখো,
যেখানে পাখিরা ঘুম ভেঙে নতুন স্বপ্ন মাখে।
পারলে একটু তুমিও ধার নিও..
তারপর তুমি রাখালের দলে মিশে
বেলার সাথে পাল্লা দিয়ে খুঁজে দেখো কোনো
অচেনা পাখির বাসা, কিংবা কোনো বুনো ফল
আশ্চর্য না হয়ে ওদের নাম খুঁজে দেখো ।
গোধূলির রঙে রাঙিয়ে সূয্যি যখন ,বিদায় জানিয়ে ফিরবে নিজের দেশে..
ক্লান্ত কোনো ভবঘুরের পাশে বসে,মেপে নিও
নিজের না পাওয়া গুলো।
আচ্ছা,তুমি কি আবার কিছু ভাবছো?
কি হবে ওসব ভেবে, এরচেয়ে তুমি শুকতারার দিকে চাও..
একটু বেশি উজ্জ্বল হয়ে যেনো আলাপে ব্যাস্ত
চাঁদের বুড়ির সাথে।
তুমি ... ঘুমাও, নইলে আবার ...
আর আমি ? এসবেই কোথাও না হয় ..