আসছে রাত যাচ্ছে দিন
স্বপ্নগুলো রোজ ভাঙছে
আশার আলো হচ্ছে ক্ষীণ
অপেক্ষার ঝুলি শূণ্য হচ্ছে


শেষ আশাও দিনের শেষে
চাইছে শুধু একটু ছোঁয়া
পাচ্ছে শুধুই দীর্ঘশ্বাসে
অবহেলায় এড়িয়ে যাওয়া


চাতক আকুল হয়ে যাব
ভিজবো শুধু তোমার ধারায়
তবু ব্যাকুল তৃষ্ণা না মেটাবো
স্বার্থ ও মনের দ্বন্দ্বে জড়ায়
 
চোখে নেশা অসীম আমার
সময় স্রোতের পরোয়া নেই
ভাবের ঝোলা করবো উজাড়
আশায় বাঁচি,ওই মনে পাবই ঠাঁই