অন্যায়-অবিচারে পূর্ণ আশপাশ, ভয়াল পরিবেশ, আতঙ্কিত চারপাশ,
কেড়ে নিচ্ছে স্বাধীনতা, বকেয়া পড়ছে অধিকার,
কারাগারে বন্দি মুক্ত চিন্তা, বন বাসে আছে স্বাধীনতার দাবিদার।


শিশু করছে বিপদের শ্রম,তরুণ করছে নেশা,যুবক ঘুরছে দ্বারে দ্বারে প্রয়োজন পেশা,
সুদ এখন ব্যাবসা, ঘুষ তো ন্যায্য পাওনা, চলছে হর-হামেশা।
সত্য যেন বিষের হাড়ি, মিথ্যা মধু পান,
এই কি ছিল পিতার আকাঙ্ক্ষা,এটা কিসের প্রতিফলন?


বাংলা সবার , একের না, নীরব হয়ে আর কত !
সময় হয়েছে ঘুরে দাঁড়াবার জাগাও নিজেকে নিয়ে পুরান ক্ষত,
জেগে উঠ তিতুমীর, জেগে উঠ বাংলার বীর,
দেখে যাও একবার কি ছিল বাঙ্গালী,শহীদেরা দেখে যাও একবার ,
তোমরা চেয়েছিলে কি ,আর চলছে কি কারবার।


জাতি মুক্তি চায়,
পিতা তুমি ফিরে এসো,  রেসকোর্স এর সেই জ্বালাময়ী ভাষণ দেও আর একবার,
দরাজ কণ্ঠে গেয়ে উঠো সাম্যের গান, এবারের সংগ্রাম,মুক্তির সংগ্রাম।