কেমন আছি, বেচে থাকেও
মারা গেছি,
সমাজ চলছে কোন বা পথে,
শোষিত টানছে, শাসক রথে,
পিতার জন্য বিশ্ব দেখা,
সন্তানের হাতেই তার মৃত্যু
লেখা,
কারণ শুধু একটু ভূমি,
ভেবে দেখছ কি তুমি।
নেতা তো আর নেতা নাই,
পর্ণ দেখে দিনটা কাটায়,
ছাত্র আবার নেতা হলে,
মৃত্যু হবে গন্ডগোলে,
তেলবাজিতে এগিয়ে সবাই,
তেলাক্ত মাথায় তেল লাগাই।
যার আছে সে আরো চায়,
কেঊ আবার অনাহারে মারা
যায়।
ভাবেছ আমরা কোথায় আছি,
চাকা আছে নাইকো গতি।
উচ্চস্বরে প্রতিশ্রুতি,
মানার বেলায় অব্যহতি,
ভাইয়ের রবে দেশটা চলে,
ভাই ভাই বলে পরছ ঢলে,
দেখছ সবই, শুনছ সবই,
তবুই তুমি অসাড় মমি,
জানের ভয়ে হচ্ছ নীরব,
জানের দায়ে আবার সরব।
মুখে মুখে বাঘশিকারী,
তেলাপোকায় আহাজারি,
সবশেষে কি বলব আবার,
মরার সময় হচ্ছে আমার।
মরব হয়ত বেনামী হয়ে,
লুকিয়ে থাকব কিসের ভয়ে।