সৌন্দর্য পিয়াসী মানুষ
জঠরে ক্ষুধার জালা
গলায় দুঃখের মালা
তবু হৃদয়ে সৌন্দর্য ফানুস!


তুমি হে নারী, তুমি,
শুধু তুমিই পার ক্ষুধার অন্ন কেড়ে নিয়ে-
বুভুক্ষকে বসাতে কল্পলোকে।


পৃথিবীতে অনাবৃষ্টি-
বিরান ফসলের মাঠ
অনিশ্চিত ভবিষ্যত সবার।
শান্তির কবুতর গেছে উড়ে
তবুও শান্তি পায়,
কল্পনায় উড়ে যায়
কঠোর দ্যুলোক এই ছেড়ে।


দাঁড়াও সম্মুখে নারী
যেও নাতো আর
কোথাও আমাকে ছেড়ে
আর কারো হাত ধরে
এ জগৎ তোমার আমার।