প্রশান্ত প্রতিবেশ-
কেমন মৌন চারিদিক
বিকশিত উপাচার যেন
সন্তানের ক্ষুধা মিটাবার জন্য প্রসারিত।
সুঠাম দেহবল্লরী
অন্তর্গত শুদ্ধ শোনিত প্রবাহের প্রকৃষ্ট প্রকাশ।
হে আমার জন্মভূমি কৃতজ্ঞতা জানাই।


সেই প্রবল প্রবাহে প্রতিরোধ সৃষ্টি করে
তোমাকে দিনে দিনে করেছে রুগ্ন
শিরা উপ-শিরাগুলো হয়েছে সংকীর্ণ।
উচ্চ রক্তচাপের মত
কখনও বা অতি প্রবাহে
জবুথুবু তুমি মুখ ফিরিয়ে থাক-
অসহ্য অস্থিরতা তোমাকে করেছে
বিগতযৌবনা।


আমি আর কি করিতে পারি!
অস্তমিত সূর্যের দিকে চেয়ে
প্রগাঢ় বিশ্বাসে শুধু প্রার্থনা ছাড়া।


তাই পরবর্তি প্রয়োগের জন্য
কোন অবশিষ্ট না রেখে
সম্ভাব্য সব  ঘৃনা জড় করে
অভিশাপ দিচ্ছি-
সে হোক ব্যক্তি, জাতী কিংবা রাষ্ট্র
কখনও শান্তি পাবেনা!