হৃদয়ের
কিছু স্মৃতি,
কিছু অনুভূতি,
কিছু আশা,
কিছু হতাশা,
কুড়ে কুড়ে হারানো ভালোবাসা
ফেলে আসা দিনের অবিস্মৃতি।
সবই একটু করে হাসায়,
একটু কাঁদায়,
একটি করে কবিতা বানায়,
লিখতে না পারলে
অসহ্য বেদনায় ফেটে পড়ে সে কবিতা।
সে ব্যাথা কবির অন্তরে আসে।
কখনো ভালবেসে,
কখনো করুন আর্তনাদে ফেটে পড়ে
তার দাবি নিয়ে।
আমাকে গড়েছো তবে
কেন দাওনি অধিকার?
কবি নীরব রয় এই ভেবে,
তুমি কবিতা,আমার সম্বল,
তোমারে ভালবাসি,
তোমার জন্য তোমাকে দূরে ঠেলে দিতে
আমি কখনো চাই না।
তুমি নীরব থাকো।
তোমাকে লিখব,
বিরহটা দূরে গেলেই,
আর
একটু সুযোগ পেলেই।
কবিতা বলে,
তুমি কবি বলেই আমি কবিতা;
কবি বলে,
তুমি আছো বলেই আমি কবি।