এ শহরে মরতেও লাগে ভয়,
মরলে দুদিন মর্গে থাকতে হয়।
মরার পরে আরেক বাড়াবাড়ি,
চলতে লাগবে লাশবাহী গাড়ি।
সেই গাড়িতে বাজতে রবে বাঁশি,
ভাববে তুমি কী অশুভ রাশি!
প্রাণ থাকতে চক্ষুশূল যে ছিলো,
এই অসময় তাকে মরতে হলো!
মরার গাড়ির অসহ্যকর বাঁশি,
মলিন করবে তোমার অট্টহাসি।।