আজকে তোমার জন্মদিন
জানে অনেক লোকে,
উইশ পেয়ে ধন্যবাদ
দিচ্ছ একে ওকে।

আমি কিন্তু ভূলে যাইনি
তোমার জন্মদিন,
ভূলেছি শুধু তোমার কাছে
আমার যত ঋণ।

তুমি ভাবছ ভুলেই গেছি
নিচ্ছি না'তো খোঁজ,
আগেই অনেক ভালো ছিলাম
খবর নিতাম রোজ।

নেই না খোঁজ তাই মান করেছ
আকাশ পানে চেয়ে,
মান মানায় না তোমায় বন্ধু
তুমি লক্ষী মেয়ে।

না হোক দেখা, না হোক কথা
না হোক তোলা ছবি,
তোমার জন্য কবিতা লিখেই
হচ্ছি যেন কবি।

মান কিংবা অভিমান
দুটোই তোমার খুব,
তাই তো আজ আমায় ভুলে
দিয়ে আছ ডুব।

স্বপ্ন যখন ফিরে এসে
নিচ্ছে নতুন রূপ,
কাঁদব নাকি হাসবো বলো
নাকি থাকব চুপ?

তোমার জন্য চারটি অক্ষর
বুকের বাঁ-পাশে তোলা,
ব্যস্ত থেকেও, নিজেকে ভুলেও
হয়নি তোমায় ভোলা।

ইচ্ছে ছিল কাছে থাকবো
খাবো তোমার কেকও,
তোমার জন্য চারটি অক্ষর
আর অনেক ভালো থেকো।