যদি পূর্ণিমার চাঁদের মতো,
না আসো আমার শহরে।
যদি নীলাভ বর্ণ গোলাপের মতো,
ফুরোও প্রথম প্রহরে॥


যদি হাসির মতো মিলিয়ে যাও,
হও কোন সিন্ধুপার।
যদি তোমার দেখা না পাই কভূ,
ব্যর্থ হই প্রতিবার॥


তবে বিশ্বসংসার তছনছ করব,
আগ্রহ নেই নীলপদ্মে।
সব কবিতা ধ্বংস করে,
রূপ দেব তার গদ্যে॥


আর যদি একবার দেখা পাই,
প্রিয়, যদি একবার,
মিলিয়ে যাবো তোমাতে আমি,
সাধ্য নেই বিদায় দেবার॥