কেন রাখলেনা বেঁধে আমায়,
কেন যেতে দিলে হারিয়ে?
কেন কিছু না জেনেই মুক্তি দিলে,
আসলেনা দু'পা বাড়িয়ে?


হতে চাইনি কোন প্রেমিকের প্রতিদ্বন্দ্বী,
হতে চাইনি দ্বিধা।
জোৎস্নায় হাঁটু গেড়ে মেনে নিয়েছি,
অবাধ এই নিঃসঙ্গতা।


যদি তোমাকে পেতাম আমি,
আমার মতো করে,
কতটা ভালোবাসি দেখতে লিখতাম,
পুরোটা আকাশ জুড়ে।


আমার হবেনা তুমি, বলো কি সাহসে লিখবো,
আমার আকাশ নদী জ্যোৎস্না কবর সবই,
আমার একলা বাতাস বৃষ্টি ভালোবাসা,
শুরু শেষে তুমি আছো, তোমাকে ভালোবাসি।।