তুমি নেই তবু চারদেয়াল,
চার অক্ষরে রেখেছো যে ঘিরে।
হাতড়ে মরি তোমাকে না পেয়ে,
বলনা আসবে কবে ফিরে।।


তুমি নেই তবু খামখেয়াল,
স্মৃতিরা যে করে বারে বারে।
তোমাকে খুঁজছি যে জনতায়
একা লাগে এই শত ভীড়ে।

তুমি নেই তবু নয় আড়াল,
স্বপ্নরা আজও রয়েছে যে ঘিরে।
পথ চেয়ে রয়েছি যে তোমার,
ফিরছিনা আজ আর নীড়ে।।