মনেপড়ে সেই বৈশাখ মাস,
রৌদ্রজ্জ্বল সকাল বেলা?
তোমার স্বচ্ছ অবাক চোখে,
ভাসিয়েছিলাম স্বপ্ন ভেলা?


এমন কেন হলো সেদিন
সত্যি কি সব ভাগ্যের লেখা?
হাজার মানুষের শত ভীরে,
তোমার সাথে হঠাৎ দেখা!


সেদিনের পর আবার কখনো
দেখা হবে ভাবিনি।
এমন আবার ভেবে বসোনা,
মনে ছবি আঁকিনি।


এখন যতই দেখছি তোমায়,
অবাক হচ্ছি ততো,
কে এঁকেছে তোমায় এমন
জলছবির মতো?


মায়াবী ঐ দুচোখ তোমার,
প্রশ্নসূচক কেন?
মুখে তুমি চুপ থাকলেও,
চোখে প্রশ্ন যেন!


চোখের ভাষা যদি কখনো,
কথায় হয় রূপান্তর।
এসো নাহয়, মুখোমুখি,
উত্তর দিবে এ অন্তর।।