আহবান
  মানিক বৈরাগী

বহু ফলের রসে মাতাল মৌতাত শীতের নগর।মৌসুমি শৈত্য প্রবাহে জুবুতুবু তুমি, ওম নিতে এসো তপ্ত বুকের অলিন্দে।


ঠিক ঠিক এখানে ভোরে সুর্য ওঠে অসিম প্রতাপে, কুয়াশা পালায় আমার দৌড়ের নৈরাজ্যে।


পাড়ার বুড়িটি ঠিক হীম হীম বাতাসে ঝুপড়ি দোকানে ধুঁই পিটার পসরা সাজায়, গুড়ের রসে চুবিয়ে খায় দারুন আহ্লাদ,উঠতি  যুবকেরা তাড়িরসে চুবিয়ে খায় লাল লাল পোড়াপিটা।


তুমি এসো আমরা ফলজ রসের তাপে ও ধোঁয়ায় চিবিয়ে খাবো  জড়তা- আড়ষ্টতা দারুণ উদ্দামে
এখানে ইউরোপ কাস্মিরের মতো বরফ ঝরে না, রাতের কুয়াশায় ভিজে বৃক্ষরা, টগবগে দারুণ  তারুণ্য পায়,সবুজ  পেলবতা ছড়ায়, শীতের আস্কারায়।
আমাদের দেশে শীতে পাখি নয়, বৃক্ষ ও দারুণ যৌবনপ্রাপ্ত হয়।।
তুমি এসো এই নগরে, তোমাকে নিয়ে খোলা জিপে চড়ে কুদঙ গুহায় বেড়াতে যাবো।
ওখানে আদীবাসি তঞ্চগ্যা পাড়ায় নিশি পোহাবো।
এসো লক্ষীদেবী,সীতাদেবী,
মিথ্যে চরিত্রের রাবণ হবো না,
রাবন হবো না,প্রেমিক রাবন কে একবার খোঁজে  দেখো
এই শীত নগরে সমুদ্রের পাশে।
৩০পৌষ ১৪২৩ বাংলা
১৩জানুয়ারি০১৭ইসায়ি