বিশ্বায়ন
মানিক বৈরাগী
ভোগ ও নষ্ট পুজির বিশ্বায়নের ধাক্কায়
নষ্ট রাজনীতির অসুস্থ প্রতিযোগীতায়
তুমিও কম যাওনি সখি
আমিত সেই নব্বই থেকেই মরা নদ
জমে থাকা জলে ফাংগাস জমে এখন
পানাফুল
সেই ফুলেও যে কত কইতরি শৌরভ দেখতে আসে,
তবুও আমি স্থির জলাধার
এখনো কিছু অক্সিজেন অবশিষ্টতায় ফুল ফুটাই।
তোমাকে দেব ভেবে।
উন্নত প্রযুক্তির উচ্ছ ফলনশীল খামারিরা
আর্থ সামাজিক,  আত্মউন্নয়নে পশু খাদ্যবানায় আমাকে।ররক্তাক্ত হই কিছু বলিনা
নবদম্পতির বিবাহ বাসরে আরাম তুষকে
অধিক মুনাফার লোভে পানাও কেটে তুলায় দেয় ভেজাল।আমাকে কাটে
ভুতের শরির যেখানে কাটে,সেখানেই অধিক কান্ড জন্মায়।
আমার গাঙ ভরাট করছে, আমাকেই উত্তোলন করছে
তোমার বিবাহোত্তর ফ্ল্যাট নির্মানের জন্য
তবুও তোমাদের আমাকেই দরকার
আমি নিরবেই তোমাদের সঙ্গম চিত্র দেখি ও আঁকি।