ছাপোষা জীবন
মানিক বৈরাগী  
কষ্টের বাজারে -মোড়ে -অলিতে -গলিতে
অন্ধকার ছায়ায় আগে পিছে অনুসরক
ঘাপটি মেরে বসে থাকে, সিগারেট ফুঁকে
উৎ পেতে থাকে অভিযোজিত হন্তারক
হঠাৎ জ্বলে ওঠে রঙিন আলোর ইশারা
উৎ পেতে থাকা নেকড়ে হামলে পড়ে
পথিক পথ পায় না, ঘিরে থাকে হায়েনা


আলোয় তারা অভিজাত নেতার চ্যালা
কেউ কেউ তাদের জন্মদাতা মা বাপ
তারা আত্মীয়স্বজন গোষ্ঠী ভ্রাতা-ত্রাতা
রাজনীতির খোলসে গোষ্ঠীবদ্ধতার খেলা


হে স্বপ্নবাজ পিতার স্বপ্নমুখর তরুণ,
শোনো, আদর্শ-নৈতিকতা সব কল্পনা
কল্পনার নাম মুক্তিযুদ্ধ মুজিব চেতনা


হে যুবক,
অলিক আদর্শ চেতনা জংধরা  মুক্তিযুদ্ধ
মনে মনে লেখো বুকের অলিন্দে রাখো
কথা বলো না, করো না  প্রকাশ পত্রিকায়
তোমার আছে টান, পিছুটান স্ত্রী-সন্তান
তাদের নিয়ে ছাপোষা জীবন পার করো
পাবে বেদনা মথিত অপার শান্তি।