দ্রবণ
মানিক বৈরাগী


এক প্যাগ ওয়াইন
এক মগ লেবুচা
সাথে পুদিনা পাতা
কাঁচা আদার কুচি
তারপর করো দ্রবণ।


এক প্যাকেট বেনসন সুইস
স্লোমোশন ভলিউমে রবি ঠাকুর
ধীরে ধীরে করো পান
বৈঠকি শেষে খোলাছাদে দাঁড়াও,দেখো আকাশ
সলতে আলোয় নোটপ্যাড সাথে রাখো
ঝিমধরা মাথাটি আস্তে আস্তে খোলে যাবে
আসবে সরস্বতীর আর্শীবাণী
লিখে রাখো যা পাও, তাও।


এবার অর্ধমিলিগ্রাম অফিয়াম মিশ্রিত গঞ্জিকা ভরো কল্কিতে
অগ্নি ফুল্কি না উড়ে মতো টানো সল্প জোরে
তিন সিলিম হয়ে গেলে রেখে দাও
বরফকুচি রাখা কোকের ছিপি খোলো
একটি নোনতা বিস্কুট চিবুও
চুমুক দাও সোড়া জলে
গুছিয়ে নাও খাতা কলম।


ঘুমাও
দেখবে ঝর ঝর করছে দেহ
তণুমন ফুরফুরা রৌদ্রকরোজ্জল সকাল।