পূর্ণদৈর্ঘ্য প্রেম


রাত্রির সাথে বেদনার পূর্ণদৈর্ঘ্য প্রেমের সম্পর্ক
এ সম্পর্কে উত্তাপ ছড়ায় জ্বর
পত্র আদান-প্রদান করে উচ্চরক্তচাপ
কামুক এই উত্তেজক সম্পর্কে পরিপূর্নতা দেয় ডায়বেটিস
রাতের গভীরে তাদের সঙ্গমে গোঙাতে থাকি মা মা করে
আমি মাকে ডাকি— মা, বাঁচাও বাঁচাও বলে
আমি আমার বইপড়ুয়া বাপকে ডাকি—বাবা, তোমার বই রাখো
আমার স্বপ্নে রংবেরঙের সাপ এসে ফনা তোলে
আমার স্বপ্নে দেবী মনসা বহুরূপে সাজে, মন ভোলায়
ঘুমের ঘোরে গোঙাতে গোঙাতে সুবর্ণা মনসার পিছু হাঁটি
আমার পা জড়িয়ে ধরে, কেঁদে কেঁদে ডাকে ধূসর বেহুলা
সাধনসাধু লখিন্দর যেও না তার সাথে, ফিরে এসো এই অশত্থতলে
এভাবেই শীতের দীর্ঘতম রাতের দৈর্ঘ্য বাড়ে, আমি গোঙাতে থাকি
আমার কপালে জলপট্টি রাখে, কপোলে ঝরে বেহুলার অশ্রু কমল
আজান ভাসে সুদূর গগন হতে, সর্পরানি মনসা দলে দলে পালায়
সরস্বতী বেহুলার পাশে বসে স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ে।
১৯ কার্তিক ১৪২৬
৪নভেম্বর ০১৯