যত বাঁধা ও বিপত্তি, নিষ্পত্তি করেছি
ধরেছি আনমনা এ মন, সে পড়েছি
মন পড়েছি, উত্তর দক্ষিণ ও পূর্ব
পশ্চিম বল বৈকি, সে দেখি কি অপূর্ব।
দিকের বাঁধা ভেঙেছি, রেঙেছি যে রঙে
তার নির্দিষ্টতা নেই, এক এক ঢঙে।
ধৃষ্টতার ধর্ণা সে-ও আর ধরে নেই
মুখ আছে বলা যাক বলি যেই সেই।
দিন-রজনীর ফাঁক, থাক! আমার কী?
আমি তো উদাস, শ্বাস নেই সব রাখি।
সবচে কঠিন বাঁধা মিছে যে ভয়ের
এই করার নয় বা ওটা তো ক্ষয়ের।
আমি উন্মাদ, উপচে পড়ি প্রকৃতিতে
যেখানে হার'টা নেই দ্বার তার জিতে।
এই করি সেই করি, জানিনা কি করি
উপভোগ করি প্রাণ মৃত্যুকে না ডরি।
আমি বুঝি আহার ও তাহার সন্ধানে
তই তই থই থই নাচি হাসি গানে।
উদ্দেশ্য নেই, উহা তো বাঁধায় পড়েছে
ভবিষ্যৎ রথ দাদা কাদায় লড়েছে।
রথের চাকা তুলে কি বধ হই আর?
এখনি আমার সব বাকি নেই তার।
বাঁধা ভাঙি শৃংখলা করি উশৃংখল
ইচ্ছে যা দিচ্ছে আমায় উহাই সম্বল।