যখন তোমার অক্ষিপটে
ঘোর ঘটনা যাবে ঘটে
মুমূর্ষু হই দেহখানি মৃত্যু শয্যে ভাসবে
মন খারাপে না গিয়ে কী
সান্ত্বনা-ও না দিয়ে কী
উপহাসে পাত্র করে খিলখিলিয়ে হাসবে?
যখন তুমি দেখতে পাবে
এই বুঝি এই চলেই যাবে
অচিনপুরে, যেখান হতে আসবোনা আর ফিরে
তখন তোমার দুখ হবে কী?
আফসোসে হায় ঝুঁক হবে কী?
নেবে আমার গলা ধরে রোদন বুকের নীড়ে?
আনমনে মন বলবে তবে
আপদ এবার বিদায় হবে?
পাগলছাগল মুখ লুকিয়ে যা ইচ্ছে তা বলবে?
তখন তোমার সেই স্মৃতিটা
পড়বে মনে সেই প্রীতিটা?
সেই প্রীতিটায় মুগ্ধ হয়ে একটুও মন গলবে?