আগুনের কথা যথা গুণের অধিক
জলের কথা কলের ফাঁদ আর ফন্দি
জীবন কাড়িয়ে নেবে তৃষ্ণার্ত পথিক
মাড়িয়ে দেবে মরণে এ জলের সন্ধি।
আগুন বলে ফাগুনে যেমন আনন্দ
আগুন আমি বেশিরভাগ তেমতি যে
একশোটি গুণ মোর একটাই মন্দ
তাই বলে ভেবে আছো শুধুই ক্ষতি যে?
জলের দিকেতে চে-ও একখানা গুণ
আর যদি জানা থাকে তাহলে কী বলি?
একশো খারাপী তার শুনে শুনে বুঁন
কলিজা কাতর করে স্বল্প শ্রমে চলি।
শুধু শুধু শ্রমে নয় ভ্রমে ক্ষণে ক্ষণে
এক ছটাক পাওয়ার ব্যাকুলতা কত
এই যেন কেন যেন পিপাসিত রণে
না করিলে পান আর মরে অবিরত।
শেষমেশ মরে পড়ে ঝরে পড়ে সব
জল জনজীবনের পুরোটাই ফাঁদ
আমায় ছাড়া বাঁচবে জলে কী সম্ভব?
জলের জন্য জীবন, বাদবাকি বাঁধ।
অনায়াসে ফলমূল হাবিজাবি খেয়ে
সবাই বাঁচতে পারে আগুন ছাড়াই
জল ছাড়া বল তবে ক'টাদিন চেয়ে?
বড়াই সকল বদে মরণ বাড়াই।
জল যদি থাকতো না লাগতো কী তৃষ্ণা?
আরাম আয়েসে ঠিক থাকতো সকল
তাহলে ভেবে দেখিও আগুন বিষ না
আগুন হয়েছে গুণে জলে তো ধকল।