এই ভেবে গেল দিন, হলো রাত্রি পার
❝পাত্রী❞ সে তো পরী বটে, ডানা কোথা তার?
কি শোভা, কি মায়া মুখ, চন্দ্রও যে লজ্জিত
কি অপরূপ, স্বরূপে দেখেছি সজ্জিত।
বোধহয় কি, বলছি, আমি যে অবোধ
ঈশ্বরের অর্ধাঙ্গিনী, অঙ্গে তোলে রোদ।
আবার যে ভেবে সারা, অমন লাবণ্যে
কি বলব সে যে আর ধন্যে আঁখি ধন্যে।
ধরণীর মণিমুক্ত সংযুক্ত সে যে
কি দিয়ে রাখব আমি, সে থাকবে সেজে?
ধরার সব দুর্লভ অমূল্য রত্নে কি
অলঙ্কৃত করা যায় অতই যত্নে কি?
গোলাপ'কে কি গোলাপে সম্মোধন করে?
দেবীর তুলনা হয় সে কিসের পরে?
রাত্রির নিদ্রা নিয়েছে পাত্রীর ও রূপ
অমন আলোর ছটা রঙধনু ধুপ।
কেমন করে এ আঁখি কালো মাখি গায়
যেই আঁখি জুড়ে, শুধু আলো, আলো ধায়।
ওগো অর্ধাঙ্গিনী, হও ঈশ্বরের তুমি
পদধূলি দাও, হোক সার্থক এ ভূমি।