কে বলে ব্যাধিত হৃদয়ের রোদনভরা?
এ আমি সত্যি আনন্দে উল্লাসিত
এ ব্যাধি হয়েছে দূরত্ব দৃষ্টিকোণে
যে দেখি আমার স্বপ্নের তাজমহল।
কি সুখ আমার হৃদয়ের চিত্তলোকে
এ মন উতলা উচ্ছাসে স্বপ্নময়
যা ছিল ব্যাথার বিরহিত অশ্রুবারি
তা আজ উধাও বহুদূর দূরবর্তী
এ তবে স্বপ্ন বাস্তব জীবনমুখী
না, এটি দিগুণ যন্ত্রণা অন্ত্যপটে
কি জানি হঠাৎ ভয়ানক বিপদের'ই
এ এসে ঘিরবে আমার'ই চতুর্দিক
তা হুহু ভয়ের তাণ্ডব সম্মুখীন,
না, আর হবেনা কিছুতেই স্বপ্নময়
এ শুধু অশ্রু হাহাকার আর্তনাদ,
তা হবে সত্যি সর্বদা বাস্তবের।