সৎপথ ধ'র, লও এই দম,
সব হয় তব, নয় তব কম,
রয় কত ধন,
ক্ষয় নয়'জন,
এই কই মন, সৎ সব কই,
ছল নয় কও, পথ ধ'র ওই।


জ্বলজ্বল রথ, ক্ষয় নয় ভয়?
ছলছল কও, এই বল হয়?
অবয়ব তল,
হয় রত জ্বল,
এই ধন দল, ছল কল বন,
ছল এইসব, এই নয় মন।


কলকল জল, ঢং তব রং,
হরদম কও, ক'র সব জং,
লও সৎ কই,
সৎ মন লই,
সৎ সন রই, ঢং রং ক্ষয়,
উঠ এই উঠ, সব রস'ময়


রস ক্ষণ জয়, ক্ষণ সব জ-ই,
হই সৎ চল, সৎ জন হ-ই,
লকলক নয়,
মম যম ভয়,
যম তর রয়, দম এই ফল,
সৎ সও সব, বশ সব কল।


❝স্মরণ করছি বিলিরিক প্রবর্তক ঠাকুর বিশ্বরাজ গোস্বামী দাদু'কে❞