অবলুপ্তিতে
মানিক চন্দ্র গোস্বামী

যেদিন আকাশে রামধনুটার আপন আলোক বাহার,
একটি করে লুপ্ত হলো সপ্তচ্ছটা তার,
সৌন্দর্যের পরিবর্তে হিংস্রতার উদয়
ঘটে গেলো জগৎ মাঝে, যুগান্তকারী প্রলয় |


হঠাৎ যেদিন ভোরের বাতাস বয়ে যাবার কালে
ভুললো ফুলের সুবাস ছড়াতে আপন চলার তালে,
মধুপের সব স্বপ্ন হারালো, স্তব্ধ সোহাগী কথা;
হারিয়ে গেলো মধুর স্রোতে ভাসার প্রবণতা |


হঠাৎ যেদিন জ্যোৎস্না রাতে, কোমলতার আলো
ছড়িয়ে দেবার আগেই যে চাঁদ আঁধারে ডুব দিলো,
কাজল কালো মেঘের আড়ে স্নিগ্ধ হাসি হাসার,
স্বমহিমায় প্রকাশ পাবার ইচ্ছে জাগে না আর।


গাছের ডালে ছোট্ট পাখি ভুললো যেদিন শিস,
প্রাণের জ্বালা অসহনীয়, জ্বললো অহর্নিশ |
রিক্ত হয়ে গেলো যতেক অনুরাগের ভান্ড,
হারিয়ে ফেলে মনের আবেগ, প্রণয় প্রীতিটি খন্ড |


হঠাৎ যেদিন গেলই ছিঁড়ে ছন্দবীণার তার,
ছিন্ন হলো সকল সুর আর গীতালীর ঝংকার  |
বিজয় মন্ত্র হারিয়ে গিয়ে ব্যর্থতারই ব্যথা,
দুঃখী মনে রেখাপাত করে আপন দুঃখ গাঁথা |