আশীর্বাদ     ( সনেট )  
      মানিক চন্দ্র গোস্বামী


উঁচু উঁচু সারি সারি কত যে পাহাড়
রহিয়াছে দাঁড়াইয়া | কত অজানিত
কাহিনী লহিয়া বক্ষে রহিয়াছে স্থির |
বর্ষার তান্ডব, বরফের সমারোহ,
ঝড়ের দাপট - সব বিঘ্ন বাধা সয়ে |
চাঁদ তারার ভিড়ে রুপালি রূপচ্ছটা |
উন্নত মস্তকে উজ্জ্বল সাদা উস্নীশ   |
ধাক্কা সত্বেও অন্তরঙ্গ মেঘের সাথে |
তাদের আলিঙ্গনে মলিনতার মুক্তি |
শত্রুতা সূর্য্যের সাথে সেই জন্মাবধি |
প্রখর কিরণে বিগলিত অন্তরাত্মা |
অশ্রুধারা ভেসে চলে দিগন্তের পানে |
তোমার ঐ শীতল শুভ্র তুষারকণা,
আশীর্বাদ হয়ে বয় পৃথিবীর 'পরে |