ব্রত
মানিক চন্দ্র গোস্বামী


এসো, আমরা বেঁচে থাকার পরিবেশ তৈরী করি,
শান্তির বাতাবরণে নিজেদের শান্ত করে গড়ি |
তোমরা ভাবছো, এই তো আছি বেশ;
বেঁচে তো আছি, সবই তো নয় শেষ|
তোমরাই বলো জীবন কি এমন হয়,
বাঁচার নামেই বেঁচে থাকা সারা জীবনময় |
গুটিয়ে নিয়েছি আমরা নিজেরে,
বন্দি হয়েছি মনের নীড়ে,
ভাবতে শিখিনি অন্যের ব্যথা, যে ব্যথা পাশের ঘরে;
দৈন্যের রূপ দেখিতে চাহিনি, খুশিতে ভাসার তরে |
প্রতিবেশী মোর কেমন আছে, খোঁজ নিই না তারে |
জানিতে চাহিনা তাহারা এখন বাঁচে কি বা মরে |
সংকুচিত দৃষ্টি শক্তি, পাই না দেখিতে দূরে;
নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছি, বন্ধ রেখেছি দ্বারে |
স্বার্থ নিয়েই পেরিয়ে এলাম জীবনের পারাবার,
সংকীর্ণ মনের ছবি ফুটে ওঠে বারে বার |
বয়স হয়েছে, মনেও তেমন সাহস নাহি পাই;
একা এগোনোর শক্তি এবং প্রেরণাটুকুও নাই |
বদ্ধ খাঁচার শীর্ণ পাখি বাহির পানে চায়,
কষ্ট-ব্যথায় ভুক্তভোগী মনের দীপ্তি হারায় |
আহ্বান করি এসো হে সকলে নতুন পৃথিবী গড়ি,
একতার বোধে, জীবন মানসে নতুন রাস্তা ধরি |
হাতে হাত বেঁধে কাজ করো সবে, উন্নয়নের লাগি;
দুঃখের বোঝা হালকা করার ব্রত নিয়ে পাশে থাকি|