চলোনা ফেরাই হাসি    
                         মানিক চন্দ্র গোস্বামী


বাজিছে দাপটে বাতাস বাঁশরি
বেদনা বহিছে বুকে,
বিরহ বিশাল বুঝিল না বিধি
বিঁধিল দুর্বিপাকে |
মেঘের আড়েতে সূর্য্য লুকায়
ধরণী উঠিল কেঁপে,
ঝড়ের ঝাপ্টা ঝরিয়ে মিশালো
মহীরুহে ঝাড়ে-ঝোপে |
গ্রাম শহরের আর্ত নিনাদে
সভ্যতা ধূলিসাৎ,
পরাজিত সবে প্রকৃতির রোষে
নিদারুন প্রতিঘাত |
দাপুটে ঝড়েতে অসহায় মোরা,
সাগর উঠিছে ফুঁসে;
ভাঙে ঘরবাড়ি, জোয়ার জীবনে
ভাসে গ্রাম জলোচ্ছাসে |
থমকি থামিল প্রাণের স্পন্দন
গাছপালা, পশুপাখি;
নিমেষে খর্ব, জীবের গর্ব;
সবই যে হারাতে দেখি |


ফেলে আসা দিন, ছিল যে রঙিন
হারিয়ে গেলো সে রবি;
সাহস, শক্তি, মনোবল নাই
মুদিল জীবন ছবি |
তারই মাঝে যত চাপান-উতোর
কার দান কত বেশি,
নিজেকেই সেরা প্রমানের তরে
একে অন্যেরে দুষি |
রাজার যুদ্ধে প্রজারা বুঝেছে
ভাগ্যে সর্বনাশ-ই,
ঝগড়া, বিবাদ, দাম-দর ছেড়ে
চলোনা ফেরাই হাসি |