ছিন্ন তরীর পাল
             মানিক চন্দ্র গোস্বামী

গাছের ডালে বসে পাখি
করছে শুধুই ডাকাডাকি
      সুর গিয়েছে ভুলে,
      গাইতেছে এলোমেলে |
সুরেলা মধুর দিনগুলিকে পেছনে দিয়াছে রাখি |


ঝরে যাওয়া পাতা, শুখনো গাছের ডাল,
হাওয়ায় নেই যে ছন্দ বীণার তাল |
       ফেলে আসা দিন
       স্মৃতিতে মলিন
অতীতের খুশি প্রাচীন হয়েছে কাল |


দিশাহারা তরী, ছিন্ন যে তার পাল
মনের মাঝির ভেঙেছে মনের হাল |
        হারিয়েছে ভালোবাসা
        নীরব চোখের ভাষা,
বেদনা মনের ব্যাপ্তি অনন্ত কাল |


তবু তারই মাঝে আশায় রয়েছে প্রাণ,
সুর পাবে পাখি, বাতাস গাহিবে গান |
         দিন বদলাবে
         প্রকৃতি হাসিবে
জীবনের মাঝে জীবন করিবে স্থান |